Latest Notice

Khabashpur Labanya Prova High School

Khabashpur, Manikganj Sadar, Manikganj

School EIIN: 110959

Message from the Principal

Photo of প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবক, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, প্রিয় শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ— আসসালামু আলাইকুম। খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের পক্ষে আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিদ্যালয় ১৯৪১ সাল থেকে যে শিক্ষা-আলো ছড়িয়ে দিচ্ছে, তা আজকের প্রজন্মকে শুধু পরীক্ষায় ভালো ফল করতে নয়, বরং একজন সুনাগরিক হয়ে গড়ে উঠতেও সহায়তা করছে। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গর্বিত যে, আমরা একসাথে চেষ্টা করে আমাদের বিদ্যালয়কে এগিয়ে নিচ্ছি শিক্ষার প্রতিটি স্তরে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো—পাঠ্যপুস্তকই সব নয়। শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ, এবং মানুষের প্রতি সম্মান—এসবই শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। এসএসসি পরীক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো, নিয়মিত পড়াশোনা করো, এবং দেশকে গর্বিত করো। পরিশেষে, আমি ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মী শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে, যাঁরা দিন-রাত নিরলস পরিশ্রম করে বিদ্যালয়টিকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। ধন্যবাদ জানাই অভিভাবকদের, যাঁদের সহযোগিতা ছাড়া আমাদের পথচলা অসম্পূর্ণ। আসুন, আমরা সবাই মিলে শিক্ষার পরিবেশ আরও উন্নত করি, যেন এই বিদ্যালয় আরও বহু বছর ধরে আলো ছড়িয়ে যায়। ধন্যবাদ। মুহাম্মদ মিজানুর রহমান প্রধান শিক্ষক খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ।