Latest Notice

Khabashpur Labanya Prova High School

Khabashpur, Manikganj Sadar, Manikganj

School EIIN: 110959

সহকারী প্রধান শিক্ষক

Photo of সহকারী প্রধান শিক্ষক

সহকারী প্রধান শিক্ষক


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগণ এবং প্রিয় শিক্ষার্থীরা— আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি মূল্যবোধ ও নৈতিকতার পাঠশালা। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, মানুষ হিসেবে গড়ে ওঠার পথও শেখানো হয়। আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে গর্ব অনুভব করি যে, এই প্রতিষ্ঠান তার শত প্রতিকূলতা পেরিয়ে নিয়মিত ভালো ফলাফল করছে, শিক্ষা-শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং সততার সঙ্গে এগিয়ে চলা—এই তিনটি গুণই তোমাদের সফলতার চাবিকাঠি। তোমরা দেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যেন আলোকিত হয় জ্ঞানে, কর্মে ও নীতিতে—এই কামনা করি। পরিশেষে, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহোদয়কে, যাঁর নেতৃত্বে আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছি, এবং সকল সহকর্মী ও অভিভাবকদের—যাঁদের সম্মিলিত চেষ্টায় বিদ্যালয়ের পথচলা আরও মসৃণ হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ধন্যবাদ। ................................... সহকারী প্রধান শিক্ষক খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়